ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওপারের নাট্যব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
ওপারের নাট্যব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দ্বিজেন বন্দ্যোপাধ্যায়

ভারতের কলকাতার নাট্যব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। দুর্গাপূজার এ সময়ে তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। মহাসপ্তমীর দিন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রবীণ এই অভিনেতার। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন দ্বিজেন মঞ্চ-টেলিভিশন অার চলচ্চিত্রের আলোচিত অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়।  এ কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

অ্যাকাডেমি অব ফাইন আর্টসে প্রবীণ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়সহ অনেকেই। এদিনই কেওড়াতলা মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

মঞ্চনাটকে অভিনয়ের সূত্রে বাংলাদেশেও এসেছেন তিনি। ঢাকার নাট্যকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিলো তার। গত বছরের ৪ সেপ্টেম্বর ঢাকায় গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছিলো ‘ছারিগঙ্গা’। নাটকটিতে দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পৌলমী বসু প্রমুখ।

১৯৪৯ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। ১৯৭৮ সালে 'অমৃতাক্ষর' নাটকের মধ্যমে অভিনয় জগতে আসেন। এরপর অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করতেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।