ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘জয়’জয়কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
‘জয়’জয়কার জন্মদিনের অনুষ্ঠানে মা অপু বিশ্বাসের কোলে আব্রাম খান জয়, ছবি: রাজীন চৌধুরী

দেশীয় চলচ্চিত্রের নাম্বার ওয়ান জুটির একমাত্র পূত্র বলে কথা! তার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে তারকাদের মিলনমেলা বসবে এটাই স্বাভাবিক। হলোও তাই। শাকিব খান ও অপু বিশ্বাসের পূত্র আব্রাম খান জয়ের জন্মদিন (২৭ সেপ্টেম্বর) পালিত হলো জাঁকজমকপূর্ণভাবে।

ছবি: বাংলানিউজগুলশানের ফোর পয়েন্ট রেস্তোরাঁয় কেক কাটা অনুষ্ঠানে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জয়কে শুভকামনা জানাতে এসেছিলেন শোবিজ অঙ্গনে নামিদামি শিল্পী-কুশলীরা। এই তালিকায় আছেন মমতাজ, রিয়াজ, পূর্ণিমা, টিনা, বাপ্পি, ডিএ তায়েব, কানিজ আলমাস খান  প্রমুখ।

ছবি: বাংলানিউজসন্ধ্যার পরপর অনুষ্ঠান শুরু হলেও তারকাদের সমাগম সাড়ে ৯টা অবধি। এ সময় অপু বিশ্বাস হাজির থাকলেও ছিলেন না জয়ের বাবা শাকিব খান। দুপুরে আলাদাভাবে তিনি ছেলের জন্মদিন পালন করেছিলেন। উপহার দিয়েছেন স্বর্ণের চেইন।

ছবি: বাংলানিউজএদিকে এই আয়োজন ঘিরে শুরু থেকেই উচ্ছ্বসিত ছিলেন অপু বিশ্বাস। জন্মদিন উপলক্ষে ছেলেকে সোনার মুকুট উপহার দিয়েছেন তিনি, কাতার থেকে আনিয়েছেন শেরওয়ানি। মুকুট আর শেরওয়ানি পরিহিত জয় ছিলেন আয়োজনের মধ্যমনি হয়ে। তাইতো তার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত ছিলেন সবাই।

ছবি: বাংলানিউজঅপু বলেন, ‘আমি জানি আমার ছেলেকে সবাই ভালোবাসেন, ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমি চেয়েছি ওর প্রথম জন্মদিনটি স্মরণীয় হয়ে থাক। এ কারণেই দিনরাত খেটে এমন আয়োজন করেছি। আমার খুব ভালো লেগেছে যে, আমার বন্ধু, সহকর্মী আর অাত্মীয়-স্বজনরা স্বতঃস্ফূর্তভাবে জয়কে দোয়া করতে এসেছেন। ’

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।