ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কারে যাচ্ছে জয়ার ‘খাঁচা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
অস্কারে যাচ্ছে জয়ার ‘খাঁচা’ ‘খাঁচা’ ছবির দৃশ্য

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯০তম আসরের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে জয়া আহসান অভিনীত ‘খাঁচা’।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় হোটেল লা ভিঞ্চিতে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় অস্কার কমিটি বাংলাদেশ।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।

যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি। এর দৃশ্যধারণ হয়েছে নড়াইলের লোহাগড়ার ইতনা, মুন্সিগঞ্জের দোহার ও নাটোরে। গত শুক্রবার ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

‘খাঁচা’তে জয়া আহসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিমসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।