ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে অভিনয় করবেন না শাহরুখ-ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
একসঙ্গে অভিনয় করবেন না শাহরুখ-ঐশ্বরিয়া! শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

আদিত্য চোপড়া পরিচালিত ‘মহাব্বাতে’ ছবির মধ্য দিয়ে প্রথমবার জুটিবদ্ধ হয়েছিলেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর তাদের দেখা গেছে, ‘জোশ’, ‘দেবদাস’, ‘হাম তুমহারে হ্যায় সানাম’-এর মতো ছবিগুলোকে। সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ জুটিবদ্ধ হয়েছেন তারা। ছবিতে তাদের রসায়ন ভক্তদের মন জয় করেছে।

সম্প্রতি ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭’-এ হাজির হয়েছিলেন শাহরুখ-ঐশ্বরিয়া। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন এই জুটি।

এরপর তাদের ফের একসঙ্গে পর্দায় দেখার প্রত্যাশা ভক্তদের আরও বেড়ে যায়। কিন্তু খারাপ খবর হলো, গত কয়েক মাসে একসঙ্গে ছবি করার একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে একটি সূত্র গণমাধ্যমকর্মীদের জানান, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি মুক্তির পর থেকে শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন তিনটি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু তারা তিনটি ছবি ফিরিয়ে দিয়েছেন। ’

তবে কী তাদের মধ্যে কোনো সমস্যা চলছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শাহরুখ ও ঐশ্বরিয়ার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। সম্প্রতি একটি অনুষ্ঠানে তারা বেশ ভালো সময় পার করেছেন। তারা ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কারণ সেগুলো তাদের মন মতো ছিলো না। ভালো চিত্রনাট্য পেলে তারা আবার একসঙ্গে কাজ করবেন। ’

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।