ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেরা সুন্দরী নির্বাচন শুক্রবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
সেরা সুন্দরী নির্বাচন শুক্রবার ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রতিযোগিরা (ছবি: সংগৃহীত)

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নির্বাচিত হতে যাচ্ছে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

প্রতিযোগিতায় টিকে থাকা দশ প্রতিযোগী হলেন- রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। এখান থেকেই ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম।

অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন আইকন বিবি রাসেল, ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা, মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, অভিনেত্রী শম্পা রেজাসহ প্রমুখ।

‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রসঙ্গে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও অমিকন এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জানান ‘অনেক সংশয়, দ্বিধা স্বত্ত্বেও আমরা সফলভাবেই আমাদের প্রথমবারের আয়োজন শেষ করতে পেরেছি। এ আয়োজনটি কেবল দেশেই না বরং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে তুলে ধরবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।