ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পী-জ্যোতি-মৌটুসীর ‘শারদীয় শুভেচ্ছা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
বাপ্পী-জ্যোতি-মৌটুসীর ‘শারদীয় শুভেচ্ছা’ ছবি: সংগৃহীত

চলছে হিন্দু সম্প্রদায়ের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মের তারকারা যেমন মেতেছেন এই উৎসবে। তেমনই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পূজার সাজে সেজে শুভেচ্ছা জানাচ্ছেন অন্য ধর্মের তারকারাও।

এই মহোৎসবে ‘শারদীয় শুভেচ্ছা’ নামক একটি অনুষ্ঠান জমিয়ে আড্ডা দেবেন শোবিজের জনপ্রিয় তিন তারকা। যেখানে পূজার নানা স্মৃতি নিয়ে কথা বলবেন তারা।

এটি উপস্থাপন করবেন দেবাশীষ বিশ্বাস। প্রযোজনা করেছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। এতে অতিথি হিসেবে থাকবেন চিত্রনায়ক বাপ্পী, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ও কণ্ঠশিল্পী মৌটুসী পার্থ।  

‘শারদীয় শুভেচ্ছা’ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস জানান, ‘অতিথিদের ছোটবেলায় পূজা এবং এখনকার পূজা উদযাপন, প্রতিমা বিসর্জনের দিনে কী করে, প্যাণ্ডেলে গিয়ে প্রতিমা দেখার অভিজ্ঞতা, পূজার কেনাকাটা, খাওয়া-দাওয়া, এই সবকিছু গল্পে-আড্ডায় ফুটিয়ে তোলা হয়েছে। সবাই নিজেদের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। অনেক অজানা কথা বলেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে। ’

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় একুশে টিভিতে প্রচারিত হবে ‘শারদীয় শুভেচ্ছা’।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।