ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অল্পের জন্য রক্ষা পেলেন বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
অল্পের জন্য রক্ষা পেলেন বিদ্যা বিদ্যা বালান (ছবি: সংগৃহীত)

দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বিদ্যা বালান। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) একটি মিটিং শেষে বাড়ি ফিরছিলেন বলিউডের এই অভিনেত্রী। সেসময় মুম্বাইয়ের বান্দ্রায় পৌঁছালে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের বান্দ্রার কাছে তার গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিদ্যার গাড়ি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়।

তবে তিনি ভালো আছেন, কোথাও চোট পাননি। ভালো আছেন তার গাড়ি চালকও।

‘তুমহারি সুলু’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটছে বিদ্যার। এতে একজন রেডিও জোকির চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।