ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই ছবির মহরত, নায়ক সাইমন নায়িকা সানাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
দুই ছবির মহরত, নায়ক সাইমন নায়িকা সানাই সাইমন ও নবাগতা সানাই, ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক সাইমনের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সানাই নামে এক নায়িকার। একটি নয়, দুটি ছবিতে এই নায়কের বিপরীতে থাকছেন তিনি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)  সন্ধ্যায় এফডিসিতে একসঙ্গে দুটি ছবির মহরত হয়। 

ছবি দুটির নাম হলো ‘প্রতীক্ষা’ ও ‘প্রতিশোধ’। এগুলো পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান বাবু।

তিনি জানান, অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবি ‘প্রতিশোধ।  নভেম্বরে ‘প্রতীক্ষা’র দৃশ্যধারণের র কাজ শুরু হবে। এরপর হবে ‘প্রতিশোধ’-এর শুটিং। প্রতিটি ছবিতে থাকবে পাঁচটি করে গান।

ছবিগুলো নিয়ে সাইমন বলেন, ‘আমি মনে করি আমি ভাগ্যবান অভিনেতা। একই পরিচালকের পরপর দুটি ছবিতে কাজ করছি। তাদের অাস্থার প্রমাণ দিতে চাই। আর সানাইয়ের জন্য শুভকামনা। ওর মধ্যে সম্ভাবনা দেখেছি। আমার বিশ্বাস, তিনি ভালো করবেন। ’

সানাই বলেছেন, ‘কল্পনাও করতে পারিনি সাইমন ভাইয়ার সঙ্গে দুটি সিনেমার কাজ করতে পারবো। আমি তার অনেক বড় একজন ভক্ত। তার সঙ্গের কাজ করে অনেক কিছু শিখতে পারবো। ’

শিল্পী ও কুশলীদের পাশাপাশি মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা ছটকু আহমেদ, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।