ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়েকে নিয়ে চিন্তিত সাইফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
মেয়েকে নিয়ে চিন্তিত সাইফ সাইফ আলি খান ও সারা আলি খান (ছবি: সংগৃহীত)

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ছবিটির দৃশ্যধারণ। এতে সারার বিপরীতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতকে। কিন্তু এরই মধ্যে মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন সাইফ।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রেস’খ্যাত এই তারকা জানান, ‘আমি তার জন্য চিন্তা করবো, এটি প্রতিটা বাবার ক্ষেত্রেই স্বাভাবিক। কিন্তু বলছি না আমি নার্ভাস।

তিনি আরও বলেন, ‘আমার চিন্তা হচ্ছে সে যে ধরনের সম্পর্ক তৈরি করতে যাচ্ছে অথবা তার ব্যর্থতাকে কীভাবে সামলাবে এই ব্যাপার নিয়ে। সে কি হাতাশ হয়ে কান্নাকাটি করবে? এই তুচ্ছ বিষয়গুলো আমাকে চিন্তায় ফেলে দেয়। ’

এতো অল্প বয়সেই সারা নিজের সিদ্ধান্ত নিচ্ছেন এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘সে আমার কাছে এসে বললো ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করছে। আমরা চিত্রনাট্য নিয়ে বিস্তারিত আলোচনা করিনি, মনে করি না এক্ষেত্রে আমার সিদ্ধান্ত কোনো বড় বিষয়। যেহেতু এটি তার নিজস্ব সিদ্ধান্ত, এটি নিয়ে সে খ্যাতি অর্জন করবে অথবা ব্যর্থ হবে। ’

মেয়েকে নিয়ে ভীষণ খুশি জানিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি ভীষণ খুশি কারণ সারা এমন কিছু করছে যা সে পছন্দ করে। তাকে বলেছি, শিল্পী হিসেবে সব সময় সৎ থাকবে। আশা করছি, সে তার নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।