ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রত্যয়কে নিয়ে মঞ্চ মাতাবেন হৃদয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
প্রত্যয়কে নিয়ে মঞ্চ মাতাবেন হৃদয় দুই ভাই হৃদয় খান ও প্রত্যয় খান (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তার পথ ধরে সংগীতে সুনাম কুঁড়িয়েছেন তারই ছোটভাই প্রত্যয় খান। প্রথমবারের মতো দুই ভাই গান করতে যাচ্ছেন একই মঞ্চে। এ নিয়ে উচ্ছ্বসিত দু’জনই।

হৃদয়ের ভাষায়, ‘এমন কিছু ঘটতে যাচ্ছে যা এর আগে কেউ দেখেনি। আমি অন্যরকম একটি ট্র্যাক তৈরি করেছি।

প্রত্যয়ও আমার সঙ্গে থাকছে। ’

২৭ সেপ্টেম্বর রাতে হৃদয় ও প্রত্যয় গান শোনাবেন আন্তর্জাতিক কনভেনসন সেন্টার বসুন্ধরার নবরাত্রি হলে। এখানে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে এই দুই শিল্পীর সঙ্গে থাকবেন গায়িকা তাসনিম আনিকা। পাশাপাশি আরও পরিবেশনায় অংশ নেবেন জুয়েল আইচ, নিরব, মেহজাবিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।