ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজা 

‘অঞ্জলি লহ মোর…’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
‘অঞ্জলি লহ মোর…’ জয়া আহসান, অপু বিশ্বাস, মোসুমী নাগ ও রাহা তানহা খান, ছবি: সংগৃহীত

সনাতম ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার দিনগুলো কেমন কাটছে শোবিজ তারকাদের? ছুটির আমেজ নিয়ে একেকজন ঘুরে বেড়াচ্ছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। অনেকেই গিয়েছেন জন্মভিটায় কিংবা ভিনদেশে। 

প্রতিদিন সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দেওয়ার ভিড়। সোশ্যাল সাইটগুলো ভরে উঠেছে তারকাদের পূজা-অর্চনা আর ঘুরাঘুরির স্থিরচিত্রে।

ধর্ম নির্বিশেষে পূজার আনন্দে মেতেছেন সবাই।

ছবি: সংগৃহীতএর মধ্যে নজর কেড়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ চষে বেড়াচ্ছেন তিনি। বোঝাই যাচ্ছে তিনি দারুণ সময় কাটাচ্ছেন। এরই মধ্যে খবর পেলেন অস্কারে যাচ্ছে তার নতুন ছবি ‘খাঁচা’। আলোচিত এই অভিনেত্রী পূজার শেষ দিনটি দেশেই কাটাবেন। নবমীর (২৯ সেপ্টেম্বর) তার ঢাকায় ফেরার কথা।  

ছবি: সংগৃহীতএদিকে অপু বিশ্বাস একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উদযাপন নিয়ে ব্যস্ত ছিলেন অষ্টমীর (২৮ সেপ্টেম্বর) দিন পর্যন্ত। এখন তিনি পূজায় মনোনিবেশ করতে পারবেন, ইচ্ছে আছে ছেলেকে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে যাওয়ার। এরই মধ্যে পূজার সাজে অংশ নিয়েছেন একটি বিশেষ ফটোসেশনে।  

লাক্সতারকা মিম গেছেন গ্রামের বাড়ি রাজশাহীর বাঘায়। মা-বাবা-বোনকে নিয়েছেন সঙ্গে। ২৭ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে গিয়েছেন তিনি, ফিরবেন ৩ অক্টোবর।

ছবি: সংগৃহীতঅভিনেত্রী মৌসুমী নাগ সেজেছেন পূজার সাজে। সঙ্গে রয়েছেন স্বামী শোয়েব। তারা পূজার আগেই অংশ নিয়েছেন এমন ফটোসেশনে। পরিবারের সঙ্গেই কাটছে মৌসুমীর পূজার দিনগুলো।

এদিকে গায়িকা-অভিনেত্রী সিঁথি সাহাও আছেন বেশ আনন্দে। কলাবাগান পূজামণ্ডপে সংগীত পরিবেশন করেছেন। চষে বেড়াচ্ছেন ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ।

ছবি: সংগৃহীতসম্প্রতি শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন রাহা তানহা খান। পূজায় তিনি একটু বেশিই আনন্দিত। পূজার সাজে তাকেও মানিয়েছেন বেশ।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।