ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘চ্যাম্পিয়নের নাম ভুল হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
‘চ্যাম্পিয়নের নাম ভুল হয়েছে’ বিজয়ী ঘোষণার পর এভাবেই হেসেছিলেন হিমি, ছবি: রাজীন চৌধুরী

দু’ একটি অসঙ্গতি না থাকলেই যেন নয়! শোবিজ অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে এমনটি ঘটছে দিনের পর দিন। কী ছোট কী বড় আয়োজন, আয়োজকদের গাফিলতি চোখে পড়বেই। এরই সবশেষ উদাহরণ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে শেষ মুহূর্তে বিভ্রাট ঘটে গেলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিজয়ীর নাম ঘোষণায়। প্রথমে জানানো হয় সেরার মুকুট পরছেন জান্নাতুল সুমাইয়া হিমি।

এরপরই দুঃখপ্রকাশ করে জানানো হয় বিজয়ী হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল।  

প্রথম রানার হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় রানার আপের নাম ঘোষণা না করেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে হিমির নাম ঘোষণা করা হয়। চারদিকে হাততালি শুরু হলে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, ফলাফল ঘোষণায় ভুল হয়েছে।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়নের নাম ভুল হয়েছে, আমাদের হাতে একটা রেজাল্ট শিট পরে এসেছে। ’ এবার তিনি জান্নাতুল নাঈমের নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেন।

এমন ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর শোবিজ। প্রতিষ্ঠানটির পক্ষে স্বপন চৌধুরী বলেন, ‘আসলে দুজনের নাম প্রায় একই হয়ে যাওয়াতে সমস্যাটা হয়েছে। লাইভ টেলিকাস্টের কারণে আমরা হুট করেই জানতে পারি আমাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় রয়েছে। তখন তাড়াহুড়ো করতে হয়েছে। ভারতীয় উপস্থাপিকা শিনা ঠিকঠাক সব চালিয়ে নিলেও মূল নাম উপস্থাপন করতে গিয়ে ভুল করে ফেলেছেন। এমন ভুল অস্কারের মতো আসরেও হয়। এরপরও আমরা এ ধরনের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে এও বলতে চাই, এটাই চূড়ান্ত ফল, এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। ’

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন জেসিয়া ইসলাম ও দ্বিতীয় রানার আপ হন জান্নাতুল সুমাইয়া হিমি। সেরা দশের অন্য প্রতিযোগীরা হলেন রুকাইয়া জাহান চমক, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত ও ফারহানা জামান তন্দ্রা।

প্রতিযোগিতার বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন ও তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব সোনিয়া কবির।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এভ্রিল,  ছবি: বাংলানিউজঅনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান। অন্তর শোবিজের সাথে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে অমিকন এন্টারটেইনমেন্ট। নভেম্বরে চীনে অনুষ্ঠিতব্য বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন এভ্রিল।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।