ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়করাজের ‘লক্ষ্ণী কুঞ্জ’ চুরি হয়ে গেলো 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
নায়করাজের ‘লক্ষ্ণী কুঞ্জ’ চুরি হয়ে গেলো  ছবি: বাংলানিউজ

নায়করাজ রাজ্জাক তার গুলশানের বাড়িটির নাম দিয়েছিলেন প্রিয়তমা স্ত্রীর নামের সঙ্গে মিলিয়ে। গুলশানের ‘লক্ষ্ণী কুঞ্জ’তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নায়করাজের অবর্তমানে তার স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে ‘লক্ষ্ণী কুঞ্জ’। কিন্তু দুঃসংবাদ হলো, বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গেছে।

বাংলানিউজের সঙ্গে আলাপে রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানান, ৩০ সেপ্টেম্বর সকালে তারা দেখেন যে, বাড়ির নেমপ্লেটটি কে বা কারা খুলে নিয়ে গেছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন তারা।

দেয়ালের সঙ্গে সাঁটানো নেমপ্লেটটি খুলতে চোরদের ভালোই বেগ পেতে হয়েছে বলে মনে করছেন সম্রাট। কিন্তু কী কারণে এটি চুরি হতে পারে এ নিয়ে তার কোনো ধারনা নেই।  

নেমপ্লেট চুরি হয়ে যাওয়ার পরএক মাস দশদিন আগে (২১ আগস্ট) পৃথিবীর মায়া ত্যাগ করেন রাজ্জাক। তার প্রিয় ‘লক্ষ্ণী কুঞ্জ’-এ এখন বসবাস করছেন তার স্ত্রী, সন্তান আর নাতি-নাতনিরা।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।