ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের পর সাহস উবে গেলো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
বিয়ের পর সাহস উবে গেলো! রিয়া সেন, ছবি: সংগৃহীত

বিয়ের পর বদলে যান নায়ক-নায়িকারা। অনেক ব্যাপারেই তাদের আপত্তির কথা শোনা যায়। এমনটিই ঘটেছে বলিউড অভিনেত্রী রিয়া সেনের বেলায়। বিয়ের পর তার সাহস উবে গেলো যেন! 

নায়িকা রিয়ার গায়ে এখনও নতুন বউয়ের গন্ধ। তাই হয়তো ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি করছেন।

তিনি সরাসরি কিছু না জানালেও এমনটি শোনা যাচ্ছে বলিউডে।  

‘রাগিনী এমএমএস রিটার্নস’ ওয়েব সিরিজে ঘনিষ্ঠ দৃশ্য আছে রিয়ার৷ এতে সই করার আগে রিয়া এসব জেনেশুনেই রাজি হয়েছিলেন। তখন তার কোনো আপত্তি ছিলো না৷ কিন্তু শিবম তিওয়ারির সঙ্গে বিয়ের পরই বেঁকে বসেছেন এই বঙ্গললনা৷ পরিচালক সুযশ ভাধবকরকে তিনি অনুরোধ করেছেন, অভিনেতা নিশান্ত মালকানির সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যগুলি যেন কেটে বাদ দিয়ে দেওয়া হয়৷ 

সিরিজটিতে রিয়া অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন৷ চরিত্রের নাম সিমরান৷ সহকর্মী নিশান্ত মালকানির সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে৷ গল্পের প্রয়োজনেই সেগুলো রাখা হবে৷ 

প্রচার অপেক্ষায় থাকা ‘রাগিনী এমএমএস রিটার্নস’ থেকে কিছুদিন আগেই রিয়ার একটি সাহসী দৃশ্য ফাঁস হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।