ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে সালমানের স্যাটায়ার (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে সালমানের স্যাটায়ার (ভিডিও) সালমান মুক্তাদির, ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। বিভিন্ন ইস্যুতে মতামত তুলে ধরার পাশাপাশি প্রতিবাদও করেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে ক্ষোভ প্রকাশ ও স্যাটায়ার করেছেন সালমান। 

এরই মধ্যে জানা গেছে যে, জান্নাতুল নাঈম এভ্রিল নামের যে প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তিনি বিচারকদের পছন্দের তালিকায় ছিলেন না। সালমানের মতে, রানার আপ হওয়া হিমিই যোগ্য ছিলেন এই প্রতিযোগিতার জন্য।

আয়োজকদের ‘চিফ মুভ’-এর কারণে হিমি বাদ পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।  

অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট আয়োজিত প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অনিয়মের বিষয়টি নিয়ে দু’দিন ধরে তুমুল সমালেচনা চলছে। বিচারকদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে এর প্রতিবাদ জানিয়েছেন। এবার প্রকাশ্যে এর সমালোচনা করেছেন সালমান মুক্তাদির। নিজের ভেরিফায়েড পেজে বিষয়টি নিয়ে লাইভ কথা বলেছেন সালমান। সেই ভিডিও এখন মিলছে ইউটিউবে।

* সালমান মুক্তাদির যা বললেন— 

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।