ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কিং খানের সঙ্গে রাজকুমার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
কিং খানের সঙ্গে রাজকুমার! শাহরুখ খান ও রাজকুমার হিরানি

সুপারহিট ছবির অন্যতম রূপকার রাজকুমার হিরানির হাতেই তৈরি হয়েছে ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’ ছবিগুলো। বলিউডে এখন গুঞ্জন চলছে যে, প্রথমবারের মতো কিং খান শাহরুখের সঙ্গে কাজ করতে যাচ্ছেন রাজকুমার।

কিছুদিন আগে নাকি এই নির্মাতা বলিউড বাদশার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সূত্রের খবর, নায়কের সঙ্গে এ নিয়ে কথাবার্তাও শুরু করেছেন ‘মুন্নাভাই’-এর পরিচালক।

রাজকুমার এই মুহূর্তে সঞ্জয় দত্তের বায়োপিক তৈরিতে ব্যস্ত। এতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। এটি শেষ হওয়ার পরই নাকি শাহরুখের সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন তিনি।

এর আগে অবশ্য দু’বার শাহরুখের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন রাজকুমার। ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে কাজ করার কথা ছিলো বলিউড বাদশার। তা আর হলো কই!

এদিকে শাহরুখ ব্যস্ত পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন ছবির শুটিং নিয়ে। শাহরুখও হাতে থাকা এই ছবির পরই রাজকুমারের সঙ্গে আলোচনা চূড়ান্ত করবেন, এমনটি শোনা যাচ্ছে। অবশ্য এ ব্যাপারে নায়ক-নির্মাতা কেউই মুখ খোলেননি।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।