ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যামেরা দেখে পালালেন অক্ষয়-পূত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ক্যামেরা দেখে পালালেন অক্ষয়-পূত্র ছবি: সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমারের ছেলে আরভ কুমার। বয়স ১৫ বছর, পড়ছেন জুহুর একটি স্কুলে। সম্প্রতি নায়কপূত্র বান্ধবীসহ ধরা পড়লেন পাপারাজ্জির ক্যামেরায়। ‘মুখ লুকিয়ে বাঁচা’র চেষ্টা করেছেন তারা।

সূত্র বলছে, সম্প্রতি বান্দ্রার কর্ণার হাউস থেকে বান্ধবীদের সঙ্গে পার্টি করে বের হন অক্ষয় কুমারের ছেলে আরভ। আচমকাই ক্যামেরা দেখে মুখ লুকিয়ে ফেলার চেষ্টা করেন তিনি।

তার সঙ্গে যে বান্ধবী ছিলেন তিনিও একইভাবে নিজেকে লুকোনোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

ছবি: সংগৃহীতএই প্রথম নয়। এর আগেও এমনটি ঘটেছে আরাভের বেলায়। বান্ধবীদের সঙ্গে আরাভের নতুন স্থিরচিত্রগুলো এখন ভাইরাল। খোঁজ চলছে বান্ধবীর পরিচয় উদ্ধারের।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।