ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার ববি আবার বুবলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
আবার ববি আবার বুবলী ববি, শাকিব খান ও বুবলী (ছবি: সংগৃহীত)

অপু বিশ্বাসের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে সর্বাধিক ছবি করেছেন বুবলী শবনম। এ যাত্রা অব্যাহত রয়েছে। অপুকে নিয়ে পর্দায় ফিরছেন না শাকিব, এটি অনেকটাই সুনিশ্চিত। এ ক্ষেত্রে বুবলী কমন থাকলেও অন্য নায়িকাদের সঙ্গেও দেখা যাচ্ছে শাকিবকে। 

শাকিব খানের নতুন দুই ছবির নায়িকা হিসেবে থাকছেন ববি ও বুবলী। বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করলেও দীর্ঘদিন পর ববির বিপরীতে দেখা যাবে কিং খানকে।

শাকিব-ববির নতুন ছবিটির নাম ‘নোলক’।

এই জুটির ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘হিরো-দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু-দ্য পাওয়ার’ ছবিগুলো আলোচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘নোলক’ তৈরি করবেন নবাগত নির্মাতা রাশেদ রাহা। এখন ছবিটির গান তৈরির কাজ চলছে।

‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’-এর সফল জুটি শাকিব-বুবলী কাজ করছেন ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা'তে। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ছবির প্রযোজক সেলিম খান এ তথ্য নিশ্চিত করেছেন। ৬ অক্টোবর থেকে ঢাকায় এর দৃশ্যধারণ শুরু হবে। এটি পরিচালনা করবেন উত্তম আকাশ।

এদিকে শাকিবের বিপরীতে ব্যাক টু ব্যাক দুটি ছবির নায়িকা হয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম। ছবিগুলো হলো ‘আমি নেতা হবো’ ও ‘মামলা হামলা ঝামেলা’। প্রথম ছবির কাজ এগিয়েছে অনেকদূর।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।