ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কার সঙ্গে কার ব্রেকআপ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
কার সঙ্গে কার ব্রেকআপ? মৌসুমী হামিদ, অপূর্ব ও শখ (ছবি: সংগৃহীত)

তিনজন (বর্ণ, মায়া ও স্মৃতি) একটি রেষ্টুরেন্টে বসে কথা বলছিলো। কিছু সময় পর মায়া (শখ) সেখান থেকে উঠে চলে যাচ্ছিলো। স্মৃতি (মৌসুমী হামিদ) তাকে থামিয়ে দিয়ে বললো, ‘কোথায় যাচ্ছিস?’ মায়া বললো, ‘না , আমি যাই তোরা কথা বল।’

 

কথার পিঠে স্মৃতি বললো, ‘...আমার মেয়েকে দেখবি না?’ স্মৃতি তার মেয়েকে ডাকলো। খুব সুন্দর ও।

স্মৃতি বললো, ‘আমি আর আমার মেয়ে, এটাই আমার লাইফ। ভালো আছি আমরা। মায়া, তুইতো বর্ণকে (অপূর্ব) খুব ভালো বুঝিস, তাহলে ওর লাইফটা একটু গুছিয়ে দে। ’ 

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘দ্য ব্রেকআপ এক্সক্লুসিভ’। ‘ব্রেকআপ’ নাটকের তিন নম্বর সিক্যুয়েল এটি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আনিকা কবির সখ ও মৌসুমী হামিদ।  

নাটকটি সম্পর্কে নির্মাতা বলেছেন, ‘এটি আমার অনেক ভালো লাগার একটি কাজ। দর্শকদের আগ্রহ আর ভালোবাসার কারণেই তৃতীয়বারের মতো সিক্যুয়েল তৈরি করেছি। আশা করি এবারও দর্শক নিরাশ হবেন না। ৫ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।