ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনয়ের প্রস্তুতি শাহরুখকন্যার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
অভিনয়ের প্রস্তুতি শাহরুখকন্যার! সুহানা খান (ছবি: সংগৃহীত)

শাহরুখ খান ও গৌরী খান দম্পতির মেয়ে সুহানা খান। বয়স মাত্র ১৭। সবসময় সক্রিয় থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সুহানার একটি স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সুহানার একটি ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, সুইমিংপুলের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে রেখেছেন তিনি।

পরনে নীল রঙের বিকিনি। তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে।

ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন সুহানা। শাহরুখ সবসময়ই বলে আসছেন অভিনেত্রী হওয়ার ইচ্ছে রয়েছে তার মেয়ের। বেশ কিছুদিন আগে স্কুলের থিয়েটারে সুহানার অভিনয়ের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিলো।

এছাড়া কয়েকদিন আগে ল্যাকমে ফ্যাশন উইকে ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন শাহরুখকন্যা। বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহরের অফিসেও প্রায় ঘোরাঘুরি করতে দেখা গেছে সুহানাকে। আর বলিউডের তারকা সন্তানদের সিনেমার পর্দায় নিয়ে আসতে করণের জুড়ি নেই। শাহরুখের পরিবারের সঙ্গে এ নির্মাতার সম্পর্কটাও ভালো। এরপর এমন ছবি প্রকাশিত হওয়ায় সুহানার বলিউডে আসার গুঞ্জনটা এবার একটু জোরেশোরেই শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।