ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কা-দীপিকার পর ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
প্রিয়াঙ্কা-দীপিকার পর ক্যাটরিনা! প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডে পাড়ি জমাচ্ছেন ক্যাটরিনা কাইফ। বলিউড ইন্ডাস্ট্রিতে নাকি এখন এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বর্তমানে লস অ্যাঞ্জেলসে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সেখানে অনেকটা লুকিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফক্স স্টুডিওস’-এর সঙ্গে মিটিং করেছেন তিনি।

শুধু তাই নয়, ক্যাটরিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জেরেমি রেনার। ক্যাটরিনাই একমাত্র বলিউড অভিনেত্রী যাকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন। এরপর থেকেই মূলত ক্যাটরিনার হলিউডে পাড়ি জমানোর গুঞ্জন শুরু হয়েছে।

আনন্দ এল রাই পরিচালিত ছবির দৃশ্যধারণ করছেন ক্যাটরিনা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শাহরুখ খান। ক’দিন আগে সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’র কাজ শেষ করেছেন। এছাড়া হাতে রয়েছে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ। এতে তার বিপরীতে রয়েছেন আমির খান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।