ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রভাস-আনুশকার বাগদান ডিসেম্বরে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
প্রভাস-আনুশকার বাগদান ডিসেম্বরে! প্রভাস ও আনুশকা শেঠি (ছবি: সংগৃহীত)

বহুদিন ধরেই প্রেম করছিলেন প্রভাস ও আনুশকা শেঠি। তবে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’ ছবিতে অভিনয় করতে গিয়ে সে প্রেম আরও গাঢ় হয়। তবে প্রেম নিয়ে কোনোদিন প্রকাশ্যে কিছু বলেননি এই জুটি। এমনকি একে গুঞ্জন বলেও  উড়িয়ে দিয়েছিলেন প্রভাস।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রভাস বলেছিলেন, ‘কোনও অভিনেতা যদি কোনও অভিনেত্রীর সঙ্গে একের বেশি ছবিতে কাজ করেন, তখনই এ ধরনের গুজব শুরু হয়। অতএব এটি নতুন কিছু নয়।

আগে খারাপ লাগতো, এখন এসব জল্পনায় কান দেই না। ’

চকমপ্রদ তথ্য হলো, ডিসেম্বরে নাকি সম্পন্ন হতে যাচ্ছে প্রভাস-আনুশকার বাগদান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রভাসের এক ঘনিষ্ঠবন্ধু লিখেছেন, ‘বাহুবলী’ ভক্তদের জন্য ব্রেকিং নিউজ। ডিসেম্বর বাগদান সারছেন প্রভাস-আনুশকা।    

‘বিল্লা’ (২০০৯), ‘মির্চি’ (২০১৩), ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (২০১৭) ছবিতে একসঙ্গে জুটি হয়ে কাজ করেছেন প্রভাস-আনুশকা। পর্দার বাইরেও জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।