ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভের জন্মদিন কাটবে মালদ্বীপে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
অমিতাভের জন্মদিন কাটবে মালদ্বীপে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, শ্বেতা নন্দা, নভ্য নাভেলি নন্দা ও আগাস্তিয়া (ছবি: সংগৃহীত)

১১ অক্টোবর ৭৫তম জন্মদিনের কেক কাটবেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। কিন্তু এদিন বিশেষ কোনো আয়োজন না করার জন্য ভক্তদের আগে থেকেই অনুরোধ করেছেন কিংবদন্তি এই অভিনেতা। আর আয়োজন করলেও সেখানে তিনি উপস্থিত হতে পারবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি শোনা যাচ্ছে, জন্মদিনে ভারতে থাকছেন না অমিতাভ। পরিবারের সদস্যদের নিয়ে মালদ্বীপ ভ্রমণে যাচ্ছেন ৭৪ বছর বয়সী এই অভিনেতা।

বিষয়টি নিশ্চিত করে অমিতাভের ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় এক গণমাধ্যমকে জানান, পরিবারের সদস্যদের নিয়ে মালদ্বীপে যাচ্ছেন অমিতাভ বচ্চন। সঙ্গে থাকবেন মেয়ে শ্বেতা নন্দা ও নাতনী নভ্য নাভেলি নন্দা ও নাতী আগাস্তিয়া। দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতি। এ ছাড়া আরাধ্য বচ্চন দাদার জন্য নিজের হাতে কার্ড তৈরি করেছেন।

যশরাজ ফিল্মসের ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন। এতে তার সহশিল্পী আমির খান। এর মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। আলোচিত ছবিটি এই দুই তারকার ব্যতিক্রমী ‘লুক’ এরই মধ্যে ফাঁস ও ভাইরাল হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।