ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৯ বছর পর রাহুল-টিনা-অঞ্জলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
১৯ বছর পর রাহুল-টিনা-অঞ্জলি শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি (ছবি: সংগৃহীত)

১৯ বছর আগে ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিলো করণ জোহর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। যেখানে একসঙ্গে রূপালি পর্দায় ধরা দিয়েছিলেন বলিউড জনপ্রিয় তিন শিল্পী শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি। এরপর আর একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি তাদের।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অপর দুই পাত্র-পাত্রী শাহরুখ ও রানী।

সময় নষ্ট না করে একফ্রেমে বন্দি হওয়ার জন্য ঝাঁপ দেন অন-স্ক্রিনের রাহুল-টিনা-অঞ্জলি। ছবি তোলা হল একই পোজে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন কাজল। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুধু তফাত ১৯ বছরের। একটি ছবি তোলা ১৯৯৮ সালে, অপরটি ২০১৭। ’

এ ছাড়া ওই অনুষ্ঠানে আরও কিছু স্থিরচিত্র টুইটারে শেয়ার করেছেন কিং খান। যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে শ্রীদেবী, কারিশমা কাপুর ও আলিয়া ভাটকে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।