ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এভ্রিলের খেতাব বাতিলের কারণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
এভ্রিলের খেতাব বাতিলের কারণ ছবি: বাংলানিউজ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিকে অবিবাহিত হতে হবে। কিন্তু কেউ যেদি স্বামী পরিত্যক্তা হন, তিনি অযোগ্য বলে গণ্য হবেন না। এ ক্ষেত্রে সেই প্রতিযোগিকে তথ্যটি বিচারকদের আগে থেকে জানাতে হবে। 

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল নাঈম তার খেতাব হারাচ্ছেন ডিভোর্সের তথ্য গোপন করার কারণে। বুধবার (৪ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে এমনটিই জানানো হলো।

বিতর্কের অবসান ঘটাতে গুলশানের ওয়েস্ট ইন হোটেলে চলছে সংবাদ সম্মেলন। এতে দুই অায়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট ও বিচারকরা উপস্থিত হয়েছেন।

এভ্রিলের পরিবর্তে কে হচ্ছেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’? কিছুক্ষণের মধ্যেই তার নাম ঘোষণা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।