ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষ হাসি জেসিয়ার, তিনিই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
শেষ হাসি জেসিয়ার, তিনিই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম- ছবি: রাজীন চৌধুরী- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেষ হাসি হাসলেন জেসিয়া ইসলাম। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জুটেছে তার। বাংলাদেশের প্রতিনিধি হয়ে ‘মিস ওয়ার্ল্ড‘ আসরে লড়বেন তিনি। আগের বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল বাদ পড়েছেন।

তথ্য গোপন করে সমালোচনার মুখে পড়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট হারিয়েছেন এভ্রিল। বুধবার (৪ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন বিজয়ী হিসেবে প্রথম রানার আপ জেসিয়ার নাম ঘোষণা করেন বিচারকেরা।

নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম- ছবি: রাজীন চৌধুরী- বাংলানিউজটোয়েন্টিফোর.কমসংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট জানায়, বিচারকদের নতুন রায়ই চূড়ান্ত। এভ্রিল নয়, মূল আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। এ নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই।

নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম- ছবি: রাজীন চৌধুরী- বাংলানিউজটোয়েন্টিফোর.কমপ্রথমবারের মতো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়ে আয়োজক প্রতিষ্ঠান কিছু অনিয়ম করে। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে তারা। পাশাপাশি বিজয়ী এভ্রিলও বিতর্কের জন্ম দেন। অবশেষে ওয়েস্ট ইন হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিতর্কের অবসান করলেন আয়োজকেরা।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।