ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমির-বিরাট একসঙ্গে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
আমির-বিরাট একসঙ্গে বিরাট কোহলি ও আমির খান (ছবি: সংগৃহীত)

একজন বলিউডের জনপ্রিয় অভিনেতা। অপরজন ভারতীয় ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র। কথা হচ্ছে- সুপারস্টার আমির খান এবং বিরাট কোহলিকে নিয়ে। খুব শিগগিরই একটি চ্যাট শো’তে দেখা যাবে এই দুই তারকাকে। যেখানে ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলবেন তারা। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এ প্রসঙ্গে বিরাটের একটি ঘনিষ্ঠসূত্র জানান, অনুষ্ঠানে কোহলি তার সঙ্গে অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলবেন। তিনি জানাবেন প্রেমিকার ভালো ও খারাপ দিকগুলো।

শুধু এই দুই তারকা নয়, স্কিপার সম্পর্কে বলতে ভারতীয় ক্রিকেট দলের অন্য সদস্যরাও হাজির হবেন অনুষ্ঠানে।

‘সিক্রেট সুপারস্টার’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত আমির খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছে জায়রা ওয়াসিম। এছাড়া যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্থান’-এর দৃশ্যধারণ করছেন মিস্টার পারফেকশনিস্ট। এতে তার সহশিল্পী বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।