ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ কি হাল উদয়ের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
এ কি হাল উদয়ের! উদয় চোপড়া (ছবি: সংগৃহীত)

বলিউড অভিনেতা উদয় চোপড়া। অভিনয় করেছেন ‘ধুম’-এর মতো ব্লকবাস্টার ছবিতে। বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন তিনি। সর্বশেষ ২০১৩ সালে ‘ধুম থ্রি’ ছবিতে দেখা গেছে। কিন্তু সেই উদয়কে এখন হঠাৎ দেখলে চমকে যাবেন তার ভক্তরা।

বুধবার (৪ অক্টোবর) বলিউড অভিনেতা ইমরান হাসমির বাড়ির থেকে বের হওয়ার পর পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হন উদয়। যেখানে তাকে দেখা যাচ্ছে পাকা চুল ও দেহের বাড়তি মেদে।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার ছবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবসময় বেশ তৎপর থাকেন উদয়। কিন্তু বেশ কিছুদিন ধরে একেবারেই দেখা যাচ্ছে না তাকে টুইটার কিংবা ইনস্টাগ্রামে। লোকচক্ষুর আড়ালে থাকতেই যেন স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। লন্ডনে বেশিরভাগ সময় কাটে তার। মাঝে আলোচিত হয়েছিলেন নার্গিস ফাখরির সঙ্গে সম্পর্কের কারণে। কিন্তু শোনা যাচ্ছে- সেই সম্পর্কটাও ভেঙ্গে গেছে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।