ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভিয়েতনামে প্রশংসিত পূজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
ভিয়েতনামে প্রশংসিত পূজা ছবি: সংগৃহীত

‘আন্তর্জাতিক নৃত্য উৎসব নিনহ বিনহ ভিয়েতনাম’-এ অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন পূজা সেনগুপ্ত ও তার নৃত্যদল। ২৩ সেপ্টেম্বর দেশে ফিরেছেন তুরঙ্গমীর ১০ সদস্য।

উৎসবে জুরি বোর্ডের বিবেচনায় সম্মানসূচক সনদপত্র পেয়েছে পূজা সেনগুপ্তর দলটি।

ভিয়েতনাম ড্যান্স আর্টিস্ট এসোসিয়েশনের সভাপতি নৃত্যশিল্পী চু থু কুয়েন বাংলাদেশ দলের দলনেতা ও তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্তর হাতে সমাপনী অনুষ্ঠানের দিন এই সনদ তুলে দেন।

ভিয়েতনাম সরকারের উপ সংস্কৃতিমন্ত্রী ভুয়ং ডু বিয়েন সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৪টি দলের দলনেতার হাতে উৎসবের শুভেচ্ছা স্মারক ও পুষ্পস্তবক তুলে দেন।

নিনহ বিনহ কনভেনশন সেন্টারে আয়োজিত ৭দিনের জমকালো এই উৎসবটি সরাসরি সম্প্রচার করেছে ভিটিভি ওয়ান, নিনহ বিনহ টিভিসহ ভিয়েতনামের বেশ কিছু টিভি চ্যানেল। ২২ সেপ্টেম্বর শেষ হয় উৎসবটি।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।