ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হেমা মালিনীর বাড়িতে চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
হেমা মালিনীর বাড়িতে চুরি হেমা মালিনী (ছবি: সংগৃহীত)

চুরি হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীর বাড়িতে। বুধবার (৪ অক্টোবর) এ ঘটনা ঘটে। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের আন্ধেরিতে বলিউডের এই অভিনেত্রীর একটি স্টোররুম আছে। সেখানেই নাচের যাবতীয় সাজসজ্জা রাখতেন তিনি।

থাকতো ইমিটেশনের প্রচুর গহনা। এক কাজের লোকের উপরই সেটি পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিলো। অনুমান করা হচ্ছে, ইমিটেশনের গহনাকেই আসল ভেবে নিয়ে চম্পট দিয়েছে ওই ব্যক্তি। এ ঘটনার পর থেকে তার ফোন বন্ধ বলে জানা গেছে।

ইতিমধ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এবারই প্রথম নয়, এর আগে ২০১০ সালে একবার চুরি হয়েছিলো হেমা মালিনীর বাড়িতে। কয়েক লক্ষ টাকার জিনিস চুরি হয়েছিলো সেসসময়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।