ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিবাহিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় রানারআপ চমক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
বিবাহিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় রানারআপ চমক! রুকাইয়া জাহান চমক ও খান এইচ কবিরের সেলফি

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন রুকাইয়া জাহান চমক। এবার জানা গেলো তিনিও নাকি বিবাহিত! সম্প্রতি এমনটাই শোনা যাচ্ছে চারদিকে।

জানা গেছে, ২০১৪ সালের নভেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চমক। তার স্বামীর নাম খান এইচ কবির।

বিয়ে হওয়ার পর ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি চমকের স্বামী ফেসবুক পেজে ম্যারিড ইউথ চমক স্ট্যাটাস দেন। ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে বিয়ের রিলেশন স্ট্যাটাসটি। এছাড়া স্বামীর সঙ্গে চমকের তোলা দুটি সেলফিও ঘুরপাক খাচ্ছে অন্তর্জাল দুনিয়ায়।

চমকের বিয়ের বিষয়টি নিশ্চিত করে অন্তর শোবিজ কর্তৃপক্ষ জানান, আমরা জেনেছি চমক বিবাহিত। সেজন্য তাকে যৌথভাবে তৃতীয় করা হয়েছে। তা না হলে তাকে আমরা দ্বিতীয় করতাম। এর আগে চমক বলেছে, ছেলেটি নাকি তার প্রেমিক। কিন্তু আমরা অনুসন্ধানে বের করেছি সে-ই চমকের স্বামী। স্বামীর সঙ্গে রাজধানীর উত্তরায় থাকে।

রুকাইয়া জাহান চমক ও খান এইচ কবিরের বিয়ের রিলেশন স্ট্যাটাস‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অনুষ্ঠানের শর্ত হচ্ছে, প্রতিযোগী অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত, ডিভোর্স কেউই অংশ নিতে পারবেন না। সেই তথ্য গোপন করার অপরাধে জান্নাতুল নাঈম এভ্রিলের থেকে মুকুট ফিরিয়ে নেওয়া হয়। এরপর বিজয়ী ঘোষণা করা হয়েছে জেসিয়া ইসলামকে।

কিন্তু এবার দ্বিতীয় রানারআপ চমকের বিয়ের খবর ভাইরাল হলে পুরো আয়োজনটি নিয়েই স্বচ্ছতার অভিযোগ তুলছেন সবাই। পাশাপাশি নিয়ম না মেনে প্রতিযোগিতায় অংশ নেওয়া চমককে তৃতীয় স্থান দেওয়া নিয়েও চলছে সমালোচনা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।