ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এমন প্রতারকের সঙ্গে থাকা অসম্ভব: মিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
এমন প্রতারকের সঙ্গে থাকা অসম্ভব: মিলা ছবি: সংগৃহীত

‘হ্যাঁ, আমি ডিভোর্স দিতে যাচ্ছি। ১০ বছর প্রেম করার পর আমরা বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় জানতে পারি ও (পারভেজ সানজারি) একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত।’

কথাগুলো জনপ্রিয় পপগায়িকা মিলা ইসলামের। বিচ্ছেদের গুঞ্জনের পর এবার নিজেই স্বীকার করলেন সব।

এরই মধ্যে তার করা নারী নির্যাতন মামলায় স্বামী এখন হাজতে। অচিরেই সম্পন্ন হবে বিচ্ছেদের বিষয়টিও।

বিচ্ছেদ নিয়ে মিলা ফেসবুকে আরও লিখেছেন, ‘আমার স্বামী ক্রমাগত আমার সাথে প্রতারণা করেছে। বিয়ের আগে যখন আমরা ডেটিং করতাম তখনও একাধিক নারীর সঙ্গে প্রেম ছিলো তার। বিয়ের পরও প্রতারণা চালিয়ে যাচ্ছিলো সে। এমন প্রতারকের সঙ্গে থাকা অসম্ভব। ’

মিলা আরও লিখেছেন, ‘আমি তার (পারভেজ সানজারি) কাছ থেকে মানসিক নির্যাতন পেয়ে যাচ্ছিলাম। এ ছাড়া শারীরিক নির্যাতনের শিকারও হয়েছি। অনেক চেষ্টা করেও সংসার টেকাতে পারলাম না। একটা সময় উপলব্ধি করলাম যে, আমি আর এ সব সহ্য করতে পারছি না। এখন আমার ভাগ্য আমার নিজের হাতে নিতে হবে এবং এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য আমার ভক্তদের কাছে সাপোর্ট ও দোয়া চাই। আগামীতে গানকে লালন করে কাজে মনোযোগী হতে চাই। ’

মিলা জানান, বিয়ের পর স্বামীর প্রতারণার অনেক প্রমাণ তিনি পেয়েছেন। এরপরও চেয়েছিলেন সংসার টিকিয়ে রাখতে। কিন্তু সম্ভব হয়নি। কারণ পারভেজই এমনটি চাইছেন না।

১২ মে পারিবারিকভাবে বিয়ে হয়েছিলো মিলা ও পারভেজের। পারভেজ সানজারি একজন বৈমানিক।

* কণ্ঠশিল্পী মিলাকে মারধরের অভিযোগ, স্বামী গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।