ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এখনও হতাশায় ভুগছেন দীপিকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
এখনও হতাশায় ভুগছেন দীপিকা? দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু একটা সময় ছিলো যখন হতাশায ভুগেছিলেন তিনি। ২০১৬ সালে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সে কথা স্বীকার করে বলেছিলেন, ২০১৩ সালে একের পর এক ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

২০১৪ সালের শুরুর দিকে তার জন্য স্বীকৃতিও পেয়েছিলেন। তখন পর্যন্ত সবই ঠিক ছিলো কিন্তু সমস্যা শুরু হয় তারপর।

কারণ এরপর ধীরে ধীরে পরিস্থিতি এমন হয় যে, কখনও ভালো অনুভব করতেন কখনও খারাপ। পাশে মানুষ থাকলে মাঝে-মধ্যে ভালো লাগতো, আবার কখনও খারাপ লাগতো। ঘুম থেকে ওঠার পর প্রায়ই খুব ক্লান্তি অনুভব করতেন। দিনের পর দিন ঘুমিয়ে থাকা ছাড়া তার কিছুই করতে ইচ্ছে করতো না বলেও জানান দীপিকা।

সমাজ থেকে এ ধরনের বিষয় দূর করার জন্যই এটি প্রকাশ করেছিলেন বলিউডের এ অভিনেত্রী। এমনকি ‘দ্য লিভ লাভ লাফ’ নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন তিনি। কিন্তু সে হতাশা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে সম্প্রতি জানিয়েছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

এ প্রসঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকার ভাষ্য, ‘আমার মনে হয় না আমি বলতে পারবো, হতাশা সম্পূর্ণ কাটিয়ে উঠতে পেরেছি। সব সময় মনে এই ভয় হয় যে, আমার মনের অবস্থা আবার আগের মতো হয়ে যাবে কারণ এটি আমার জন্য খুবই খারাপ একটি অভিজ্ঞতা ছিলো। ’

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছে রণবীর সিং ও শহিদ কাপুর। ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।