ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একঝাঁক অভিনেত্রীর ভিড়ে একা শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
একঝাঁক অভিনেত্রীর ভিড়ে একা শাহরুখ শ্রীদেবী, জুহি চাওলা, শাহরুখ খান, কাজল ও কারিশমা (ছবি: সংগৃহীত)

২৫ বছরের ক্যারিয়ারে অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান। অধিকাংশের সঙ্গেই তার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। তবে জুহি চাওলা হয়তো একটু আলাদা। দু’জনে মিলে কাজ করেছেন ‘ডর’, ‘কাভি হা কাভি না’, ‘রাম জানে’, ‘ইয়েস বস’, ‘ডুপলিকেট’ প্রভৃতি ছবিতে। এমনকি একসঙ্গে খুলেছিলেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। যেখান থেকে প্রযোজনা করেছেন ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘আশোকা’ ও ‘চলতে চলতে’।

সর্বশেষ ২০০৮ সালে ‘ভুতনাথ’ ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। শোনা যাচ্ছে খুব শিগগিরই একসঙ্গে আবার রূপালি পর্দায় দেখা যাবে তাদের।

আনন্দ এল রাই পরিচালিত ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। আর সে ছবিতেই নাকি অতিথি চরিত্রে হাজির হবেন জুহি চাওলা। শুধু জুহি নয়, শ্রীদেবী, কাজল, রানী মুখার্জি, কারিশমা কাপুর ও আলিয়া ভাটকেও দেখা যাবে অতিথি চরিত্রে।

ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। তবে এখনও নাম ঘোষণা করা হয়নি ছবিটির। এটি মুক্তি পাবে ২০১৮ সালের বড়দিনে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।