ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পোশাক পছন্দ না হওয়ায় শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
পোশাক পছন্দ না হওয়ায় শুটিং বন্ধ ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সবসময় চেষ্টা করেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। বলিউডের এই অভিনেত্রী পোশাকের ব্যাপারেও যে খুতখুতে, এরই প্রমাণ পাওয়া গেলো সম্প্রতি।  

‘ফ্যানি খান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত অ্যাশ। সম্প্রতি শুরু হয়েছে ছবিটির দৃশ্যধারণ।

কিন্তু শুরুতেই ঘটে গেলো বিপত্তি। পোশাক পছন্দ না হওয়ায় শুটিং বন্ধ করে দিয়েছেন অ্যাশ।

বিষয়টি নিশ্চিত করে ছবির সহ প্রযোজক প্রেরণা অরোরা বলেছেন, নিজের চরিত্র নিয়ে সবসময় খুতখুতে থাকেন অ্যাশ। এমনকি চরিত্রের সঙ্গে মানানসই পোশাকের ব্যাপারেও। কিন্তু ‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বরিয়ার জন্য ডিজাইনার মনীষ মালহোত্রা যে ধরনের পোশাক তৈরি করেছেন তা মোটেও পছন্দ হয়নি তার। এ কারণেই শুটিং বন্ধ করে দিয়েছেন ‘মোহাব্বাতে’খ্যাত এই তারকা।

প্রেরণা আরও জানান, দিওয়ালির পরই শুরু হবে শুটিং। কেননা ৮ অক্টোবর কারভা চৌথ উৎসব পালনের জন্য সেটে আসবেন না অ্যাশ। এ ছাড়া শ্বশুর অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন উদযাপনের জন্য ১১ অক্টোবর পরিবারের সদস্যদের নিয়ে মালদ্বীপ যাবেন অ্যাশ। আর সে সময়ের মধ্যেই তার পছন্দের পোশাক তৈরি করা হবে।

রাকেশ ওম প্রকাশ মেহরা প্রযোজিত ছবিতে অ্যাশের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এ ছাড়া আরও আছেন অনিল কাপুর।

সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে পার্শ্ব-অভিনেত্রী হিসেবে দেখা গেছে ঐশ্বরিয়াকে। ছবিতে প্রধান চরিত্রে ছিলেন আনুশকা শর্মা ও রণবীর কাপুর।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।