ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৫ বছর পর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
১৫ বছর পর! ছবি: বাংলানিউজ

অনেকে শুনে বিস্মিত হতে পারেন। কিন্তু এটিই সত্যি যে, দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে যাননি গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান। 

নামী এই তারকার চলচ্চিত্রে ব্যস্ততা কমে গেছে। নাটকের সেটেই বেশি সময় দিচ্ছেন তিনি।

এ অবস্থায় সহশিল্পী বা কুশলীদের শেষবিদায় জানাতে প্রায়ই এফডিসিতে যেতে হয় এটিএমকে। কর্তব্য শেষ করেই ছেড়ে যেতেন প্রিয় প্রাঙ্গণ। একবারের জন্যও শিল্পী সমিতির কার্যালয়ে ঢুঁ মারার ইচ্ছে হয়নি তার।  

শনিবার (৭ অক্টোবর) ঘটলো ভিন্ন ঘটনা। শাকিব খান-অপু বিশ্বাস জুটির ‘পাঙ্কু জামাই’-এর শুটিংয়ে যোগ দিতে এফডিসি গিয়েছিলেন এটিএম শামুসজ্জামান। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান গুণী এই শিল্পীকে নিয়ে গেলেন তাদের কার্যালয়ে। শুটিংয়ের ফাঁকে কিছু সময় আড্ডা দিয়েছেন তারা।  

জায়েদ খান ও এটিএম শামসুজ্জামান (ছবি: সংগৃহীত)জায়েদ খান জানান, শিল্পী সমিতির অফিসের পরিবেশ দেখে এটিএম শামসুজ্জামান মুগ্ধ হয়েছেন, প্রশংসা করেছেন। সংগঠনটির পক্ষে আরও ভালো কাজ দেখবেন, এমন প্রত্যাশা তার। একই সন্ধ্যায় সেখানে হাজির হন ফারুক, আলমগীর প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।