ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার ঘর ভাঙলো অভিনেত্রী নোভার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
এবার ঘর ভাঙলো অভিনেত্রী নোভার নোভা, ছবি: সংগৃহীত

শোবিজে একের পর এক বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। জনপ্রিয় গায়িকা মিলার বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই এলো নতুন খবর। এবার এই তালিকায় যুক্ত হলেন মডেল-অভিনেত্রী নোভা। নাট্যপরিচালক রায়হান খানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

২৬ আগস্ট ঢাকা জজকোর্ট কাজি অফিসে তারা দু’জনই তালাকনামায় স্বাক্ষর করেছেন। দেড় বছর প্রেমের পর ২০১১ সালের ১১ নভেম্বর দ্বিতীয় স্ত্রী হিসেবে নোভাকে ঘরে তুলেছিলেন রায়হান।

রোববার (৮ অক্টোবর) একটি সংবাদ মাধ্যমকে নোভা বলেছেন, ‘…আমাদের নিজেদের সিদ্ধান্তে এই বিবাহবিচ্ছেদ হয়েছে। আমরা খুব ভালো বন্ধু। আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান অটুট আছে। আমরা চাই না, আমাদের এই ছাড়াছাড়ি নিয়ে কোনো নোংরামি হোক। কিছু সমস্য ছিলো। …আমাদের ছেলে সান্নিধ্য বড় হচ্ছে। আমি চাইনি এই সমস্যাগুলো সান্নিধ্যকে স্পর্শ করুক। বাবার প্রতি ওর শ্রদ্ধা যেন এতোটুকু নষ্ট না হয়। তাই সময় থাকতেই আমরা আলোচনা করে দূরে সরে গেছি। ’

বিয়ের আগে একজন মডেল-অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো নোভার। বিয়ে করেছিলেন একবারই। অন্যদিকে  রায়হান খান আরেকটি বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর সঙ্গে অনেক আগেই তার ছাড়াছাড়ি হয়ে যায়। ওই সংসারে তার একটি ছেলে সন্তান আছে।

স্বামী ও সন্তানের সঙ্গে নোভাদীর্ঘদিন ধরে টিভি নাটকে অনিয়মিত নোভা। সংসার নিয়েই বেশি ব্যস্ত ছিলেন তিনি। মাঝখানে দুর্ঘটনার শিকার হয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন। নোভা এবার আলোচনায় থাকবেন বিচ্ছেদের কারণে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।