ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ (এফ আই আর) দায়ের করা হলো। ‘বিগ বস’ রিয়্যালিটি শো-এর বিদায়ী প্রতিযোগি জুবায়ের খান এই অভিযোগ করেছেন।

জনপ্রিয়তার শীর্ষে থাকা ‘বিগ বস’ নিয়ে বহু জল ঘোলা হয়েছে। আর এবার একেবারে বিগ বসের চেয়ার নিয়ে টান দেওয়া হলো।

 

প্রতিযোগীদের মধ্যে ঝগড়ার জেরেই ‘বিগ বস’-এর টিআরপি ছিলো আকাশছোঁয়া। তবে এবার এফ আর আইয়ের ঘটনা ছাড়িয়ে গেলো সব রেকর্ড।  

‘বিগ বস’-এর আসর থেকে সদ্য বিদায় নিয়েছেন প্রতিযোগী জুবায়ের খান। কম ভোটের কারণে তিনি বাদ পড়েন। আর সেই দুঃখ একেবারেই মেনে নিতে পারেননি জুবায়ের। সেই কারণেই অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি করতে হয় তাকে।

ছবি: সংগৃহীত‘বিগ বস’-এর সঞ্চালক সালমান নাকি তাকে বলেছেন কাজ করতে দেবেননা এখানে, এমনকি মেরে ফেলারও হুমকি দিয়েছেন—এমনটাই অভিযোগ জুবায়েরের। আর এই অভিযোগের ভিত্তিতেই সালমানের বিরুদ্ধে জারি করা হলো এফ আই আর।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।