ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিরব-তমার ‘গেম রিটার্নস’ ৩ নভেম্বর 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
নিরব-তমার ‘গেম রিটার্নস’ ৩ নভেম্বর  ‘গেম রিটার্নস’-এর দৃশ্যে নিরব ও তমা মির্জা

‘খেলা জমে উঠবে ৩ নভেম্বর। অনেক দিন পর দেশে আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। এটি নিয়ে আমি বেশ আশাবাদী’— বাংলানিউজকে এভাবেই ‘গেইম রিটার্নস’ চলচ্চিত্রের মুক্তির খবর জানিয়েছেন চিত্রনায়ক নিরব।

নিরবের বিপরীতে ছবিটি অভিনয় করেছেন তমা মির্জা। এর আগেও এই জুটি একসঙ্গে কাজ করেছেন।

এর মধ্যে অন্যতম হলো ‘নদীজন’। ছবিটিতে তমার পাশাপাশি লাবণ্যও থাকছেন নায়িকা হিসেবে। ‘গেম রিটার্নস’ তৈরি করেছেন রয়েল খান।  

অ্যাকশন-থ্রিলারধর্মী এ ছবিতে আরও আছেন মিশা সওদাগর, ডন, সোহেল সিরাজ প্রমুখ। শিগগির ছবির ট্রেলার প্রকাশ হবে বলে। ধারাবাহিকভাবে আসবে গান।

‘গেম রিটার্নস’-এর দৃশ্যে নিরব ও তমা মির্জা ৯ ফেব্রুয়ারি ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। রোমিও মাল্টিমিডিয়া প্রযোজিত ‘গেইম রিটার্নস’-এর কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি ও বেলাল খান।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।