ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী’কে পেছনে ফেলে দিলো ‘২.০’ ও ‘পদ্মাবতী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
‘বাহুবলী’কে পেছনে ফেলে দিলো ‘২.০’ ও ‘পদ্মাবতী’ ‘বাহুবলী টু’, ‘২.০’, ‘পদ্মাবতী’ ও ‘বাহুবল’ ছবির পোস্টার

২০১৮ সালের সবচেয়ে বহুল প্রতিক্ষীত ছবি রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’ এতে কোনো সন্দেহ নেই। ২০১০ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোবট’-এর সিক্যুয়েল এটি।

চমকপ্রদ তথ্য হলো- মুক্তির আগেই এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু’কে পেছনে ফেলে দিলো ছবিটি। শোনা যাচ্ছে- ‘২.০’ নির্মাণে খরচ হয়েছে ৪শ’ কোটি রুপি।

যেখানে ‘বাহুবলী টু’-এর বজেট ছিলো ২৫০ কোটি রুপি।  

বড় বাজেটের ছবির কথা হলে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত ‘পদ্মাবতী’র কথাও উঠে আসে। ২০০ কোটি বাজেট নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ তৈরি করতে খরচ হয়েছিলো ১৮০ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।