ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন সুশান্ত-কৃতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বিয়ে করছেন সুশান্ত-কৃতি! সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী কৃতি স্যাননের প্রেমের গুঞ্জন। কিন্তু এ সম্পর্ককে বারবার অস্বীকার করে আসছিলেন কৃতি। কিছুদিন আগে এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা পরস্পরকে সহ-অভিনয়শিল্পী হিসেবে পছন্দ এবং সম্মান করি, এ ধরনের বানোয়াট এবং ভিত্তিহীন খবরের কোনো সত্যতা নেই।’

চমকপ্রদ তথ্য হলো- প্রেমের গুঞ্জন শেষ হতে না হতেই শুরু হলো বিয়ের গুজব। প্রেমের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন এ জুটি।

এমনকি বিয়ের পরিকল্পনাও নাকি সেরে ফেলেছেন তারা। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এ প্রসঙ্গে কৃতির একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, ‘রাবতা’ ছবির সেটে সুশান্ত-কৃতির সম্পর্কের শুরু হয়। তাদের বাস্তব জীবনের বন্ধন এটিকে আরও সুন্দর করে তোলে। তারা দিন দিন আরও ঘনিষ্ঠ হতে থাকেন এবং পরস্পরকে পছন্দ করতে শুরু করেন। তারা একে অন্যকে তাদের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। ’  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।