ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় আসছেন জাভেদ-শাবানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ঢাকায় আসছেন জাভেদ-শাবানা শাবানা আজমি ও জাভেদ আখতার (ছবি: সংগৃহীত)

মঞ্চ নাটক নিয়ে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় গীতিকবি জাভেদ আখতার ও বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ‘কাইফি আওর ম্যায়’ শিরোনামের একটি বিশেষ নাটক মঞ্চস্থ করবেন এই তারকা দম্পতি। এর আয়োজন করছে ব্লুজ কমিউনিকেশনস।

শাবানার বাবা কবি কাইফি আজমি’র জীবনীনির্ভর মঞ্চনাটক এটি। নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার।

২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটকটি।

এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা জানান, নাটকটির টেকনিক্যাল টিম একদিন আগে আসলেও জাভেদ-শাবানা দম্পতি ঢাকায় নামবেন ২৫ অক্টোবর সকালে। তাদের নাটকের পাশাপাশি এ আয়োজনে গজল পরিবেশন করবেন জসিন্দর সিং।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।