চমকপ্রদ তথ্য হলো, তাদের প্রেমের মূলে রয়েছেন এক ‘খান’। সেই বিশেষ মানুষটি না থাকলে নাকি এতোটা কাছাকাছি হতে পারতেন না বিরুষ্কা! সম্প্রতি এমনটা নিজেই জানালেন বিরাট।
জহির খান
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেন বিরাট কোহলি। এ সময় তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পেছনের কাহিনি ভাগাভাগি করতে গিয়ে তিনি বলেন, ‘একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে প্রথম আনুশকার সঙ্গে দেখা হয়। তারপর আমাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ইংল্যান্ড সিরিজে আমার খারাপ পারফরম্যান্স হওয়ার কারণে আনুশকাকে দায়ী করা হয়। আমাকে দর্শকরা এমনও বলেছিলেন, প্রফেশনাল ট্যুরে প্রেমিকাকে সঙ্গে নিয়ে গেলে খারাপ পারফরম্যান্স হবেই। তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। তখন আমাদের এই সম্পর্ককে ঠিক রাখতে এগিয়ে এসেছিলেন জহির খান। ’বিরাট আরও বলেন, ‘‘আনুশকার বিষয়ে আমি প্রথম জহিরের সঙ্গে কথা বলেছিলাম। ও বলেছিলো, ‘সম্পর্ক হলে তা লুকোনোর কোনো প্রয়োজন নেই। কারণ এটি তো অপরাধ নয়। এই পরামর্শের জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। ’’
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
বিএসকে/এসও