ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাট্যনির্মাতা মাসুদ সেজান হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
নাট্যনির্মাতা মাসুদ সেজান হাসপাতালে মাসুদ সেজান (ফাইল ছবি)

জনপ্রিয় নাট্যনির্মাতা মাসুদ সেজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১০ ডিসেম্বর বুকে ব্যথ্যা অনুভব হলে তাকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মাসুদ সেজানের ভাই আসাদ রহমান। তিনি বলেন, হঠাৎ ভাইয়ার বুকে ব্যথ্যা অনুভব হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখন তিনি কিছুটা সুস্থ। তবে ডাক্তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছেন। সবার কাছে ভাইয়ার জন্য দোয়া চাইছি।

জনপ্রিয় এই নির্মাতার শতাধিক নাটক টেলিভিশনে প্রচারিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘চলিতেছে সার্কাস’, ডুগডুগি, ‘পল্টিবাজ’, ‘অতঃপর টিয়া পাখি উড়িয়া চলিল’, ‘ফোর সাবজেক্ট’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল’, ‘সুখ টান’, ‘হাতেম আলী’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জেআইএম/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।