ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বৃহস্পতিবার হিপ হপ ফেস্ট

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বৃহস্পতিবার হিপ হপ ফেস্ট হিপ হপ ফেস্টের আয়োজকরা

ঢাকা: তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি হিপ হপ ফেস্ট।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এ আয়োজন। সন্ধ্যা সাড়ে ৬টায় ফেস্ট শুরু হয়ে চলবে মাঝরাত পর্যন্ত।

অন্যবারের মতো এবারও থাকবে হিপ হপ শিল্পী রাজত্ব, জালালী সেট, বাংলা মেন্টালজ, বিশাল, ডি হাজ, দর্পণ আরভিএস অ্যান্ড রকজ ও গ্রিনকোস্ট র্যাপ। থাকবে ব্লু পপারস ও বি-বটস বি-বয় ড্যান্স, শন সিজি, টি রেজা বিটস, জেড সিজি ও সিজিল নোভা বিট বক্সিং।

থাকছে হেলিওস ফায়ার স্পিনিংয়ে পরিবেশনা ও হিপ হপ ফ্যাশন শো। অনুষ্ঠানের ডিস্ক জকি হিসেবে থাকবে রিয়ন, জি ও জারবার্ক।

ফেস্টে প্রবেশের জন্য দর্শকদের কোনো টিকিট লাগবে না। https://aceonline.store/bd-hip-hop-fest/ লিংকে ঢুকে কেবল নিবন্ধন করে নিলেই হলো।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এইচএমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।