ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন বিরুষ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন বিরুষ্কা ছবি: সংগৃহীত

সদ্যবিবাহিত বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)। এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিবাহোত্তর সংবর্ধনার নিমন্ত্রণপত্র নিয়ে বুধবার (২০ ডিসেম্বর) নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এই নবদম্পতি।

মোদি নিমন্ত্রণপত্র গ্রহণ করার সময় বিরাট-আনুশকার সঙ্গে তোলা ছবি টুইটারে পোস্ট করে তাদের অভিনন্দন জানান। তবে তিনি বিরুষ্কার অনুষ্ঠানে অংশ নেবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

ইতালির তাসকানিতে গত ১১ ডিসেম্বর বিরাট-আনুশকা’র স্বপ্নের বিয়ে দেখেছে গোটা পৃথিবী। তবে বিয়েতে শুধু তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিতি ছিলেন। বিয়ের পর নবদম্পতি ফিনল্যান্ডে মধুচন্দ্রিমা সেরে ভারতে ফেরেন। এখন তারা রিসিপশন পার্টি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দিল্লির পর আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইতে আরেকটি অভ্যর্থনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জেআইএম/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।