ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন সংগীতশিল্পী রন্টি দাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বিয়ে করলেন সংগীতশিল্পী রন্টি দাস রন্টি ও স্বামী সাইদ, (ছবি: সংগৃহীত)

ঢাকা: ক্লোজআপ ওয়ান তারকা রন্টি ফের বিয়ে করেছেন। পাত্র মুন্সীগঞ্জের ছেলে সাইদ রহমান। 

সাইদ নোঙর ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট। ৭ ডিসেম্বর ঢাকায় রন্টি ও সাইদের বিয়ে হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলানিউজকে বিষয়টি রন্টি নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিকভাবে বিয়ে করেছি। আমাদের অনেকদিনের পরিচয়। তবে প্রেমের সম্পর্ক ছিল না। সাইদ বাসায় বিয়ের প্রস্তাব দিলে, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়।

প্রসঙ্গত, ২০০৭ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ মাধ্যমে রন্টি দাসের মিডিয়া পথচলা শুরু। ২০১১ সালের আগস্টে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আবেদের সঙ্গে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তবে তাদের সংসার ভেঙে যায় চলতি বছর জুন মাসে। তাদের চার বছর বয়সী একটি মেয়ে আছে। যার নাম আরশি।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।