ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব-অপুকে সম্মাননা মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
শাকিব-অপুকে সম্মাননা মঙ্গলবার শাকিব-অপু, (বাংলানিউজ ফাইল ছবি)

ঢাকা: চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে সম্মাননা দেওয়া হচ্ছে।

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তি উপলক্ষে এই সম্মাননা দেওয়া হবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর)। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য শাকিব-অপু এটি পাচ্ছেন।

 

সোমবার (২৫ ডিসেম্বর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আহ্বায়ক ও চিত্রপরিচালক সাফি উদ্দিন সাফি। তিনি জানান, এফডিসির ৮নং ফ্লোরে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সবার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

একই অনুষ্ঠানে চলচ্চিত্রের ২০ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দেবে ফিল্ম ক্লাব। নায়করাজ রাজ্জাককে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।  

আরও সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, গীতরচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, চিত্রনায়িকা ববিতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীর, সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, অভিনেতা ডি এ তায়েব, বাংলা চলচ্চিত্রের মারপিট দৃশ্যের প্রবর্তক জ্যাম্বস গ্রুপ, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, এটিএন বাংলা, প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরি।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে এ পর্যন্ত সাতজন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন তাদেরও দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের শেষভাগে শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।