ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জীবের গানে সঞ্জীবকে স্মরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
সঞ্জীবের গানে সঞ্জীবকে স্মরণ সংগীতশিল্পী সাহস মোস্তাফিজ

ঢাকা: জননন্দিত কণ্ঠশিল্পী, লেখক এবং সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ৫৫তম জন্মদিন সোমবার (২৫ ডিসেম্বর)। এ উপলক্ষে তারই সৃষ্টি গান গেয়ে প্রয়াত এ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানালেন এ প্রজন্মের সংগীতশিল্পী সাহস মোস্তাফিজ।

ফরহাদের পিয়ানোতে সাহসের গাওয়া ‘আমি তোমাকেই বলে দেবো’ গানটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী এবং নাবিদ সালেহীন নিলয়। এটি প্রকাশ করেছে ‘আজব কারখানা’ ইউটিউব চ্যানেল।

এ বিষয়ে সাহস মোস্তাফিজ বলেন, ‘সঞ্জীব দা’র প্রতি অপরিসীম শ্রদ্ধা থেকেই গানটি কাভার করা। প্রিয় শিল্পী বাপ্পা মজুমদার ও জয় শাহরিয়ার এর অনুপ্রেরণায় এ গানটি কাভার করার সাহস পেয়েছি। ’ 

তিনি বলেন, ‘আমি সাধারণত লোক ঘরানার গান করে থাকি। বুকে ধারণ করি শিল্পী সঞ্জীব চৌধুরীকে। '

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এনটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।