ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কন্যারে’র পর ‘সখি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
‘কন্যারে’র পর ‘সখি’ ‘সখি’ গানের দৃশ্যে শান ও জেবিন সুলতানা

‘কন্যারে’ গান গেয়ে আলোচিত শান এবার আসছেন ‘সখি’ নিয়ে। নিজের গাওয়া এই গানের মিউজিক ভিডিওতে তাকে দেখা যাবে লজিং মাস্টারের ভূমিকায়। মানিকগঞ্জের বেতিলার জমিদার বাড়িতে টানা তিন দিন এর শুটিং হয়েছে।

সত্তর দশকের একটি জমিদার বাড়ির গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সখি’র ভিডিও। এতে শানের নায়িকার চরিত্রে আছেন মডেল জেবিন সুলতানা।

‘সখি’ গানের দৃশ্যে শান ও জেবিন সুলতানাভিডিওটির গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। তিনি জানান, ফিল্মি স্টাইলে তৈরি হয়েছে এটি।

তানিয়া সুলতানার কথায় ‘সখি’ গানটি সুর করেছেন শান নিজেই। সঙ্গীতায়োজনে শচি শামস। মিউজিক ভিডিওটি ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে আসবে তাড়াতাড়ি।  

‘সখি’ গানের দৃশ্যে শানডিএমএস থেকে চলতি বছরের এপ্রিলে প্রকাশিত হয় শানের ‘কন্যারে’ গানের মিউজিক ভিডিও। আট মাসে ইউটিউবে এর ভিউ হয়েছে প্রায় ৯০ লাখ।

** কন্যারে গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।